Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ,৮
স্ফুলিঙ্গ
২২
আশীর্বাদপত্রী
শ্রীমান প্রেমোৎপল
শ্রীমতী অমিয়া
বিকশি কল্যাণবৃন্তে যুগলের হিয়া
অন্তরে অমর হোক প্রেমের অমিয়া।
২৩
আকাশে চেয়ে আলোক - বর
মাগিল যবে তরুণ চাঁদ,
রবির কর শীতল হয়ে
করিল তারে আশীর্বাদ।
২৪
হে কল্যাণী রেবা,
তোমার জীবনধারা
বহে যাক আত্মহারা,
ক ' রে যাক সংসারের সেবা।
তোমার নির্মল প্রাণ
করুক মাধুরী দান
ক্ষতি তব যা করুক যে বা।
হে কল্যাণী রেবা।
২৫
জীবনের তপস্যায় এই লক্ষ্য মনে দিয়ো রেখে
স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে॥