Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ,১২
স্ফুলিঙ্গ
৩৬
উদয়পথের তরুণ পথিক তুমি
অস্তপথের রবির স্নেহের কর
আশিস রাখিল নবজীবনের পর
তোমার ললাট চুমি।
৩৭
শ্রীমতী ঊর্ম্মি দেবী কল্যাণীয়াসু
নবমিলন - পুর্ণিমায়
ঊর্ম্মি উঠে উচ্ছলি,
সুরলোকের আশিস নামে
আলোকে তারে উজ্জ্বলি '।
প্রেমারতির শঙ্খসম
ধ্বনিত করে চন্দ্রমা
নীরব রবে শুভোৎসবে
প্রজাপতির বন্দনা।
৩৮
হাবলুবাবুর মন পাব ব ' লে
করি চকোলেট্ আমদানি,
আজ শুধু মোর নামখানা দিয়ে
সাজালেম তাঁর নামদানি।
৩৯
কল্যাণীয় শ্রীমান্ সরিৎচন্দ্রের শুভ পরিণয়
উপলক্ষে আশীর্বাদ—
যুগলে তোমরা করো এক - চিতে
নব সংসার সৃষ্টি,