Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ,২০
স্ফুলিঙ্গ
স্ফুলিঙ্গ
পূর্ণ হল তোমার জীবনে।
কর্মের ধারায় তব রসের প্রবাহ যেথা মেশে
সেইখানে ভারতীর আশীর্বাদ অমৃত বরষে।
৬৩
তব কন্ঠে বাসা যদি পায় মোর গান
আমার সে দান, কিংবা তোমারই সে দান?
৬৪
তব নব প্রভাতের রক্তরাগখানি
মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী।
৬৫
তোমার গ্রন্থ - দানের গ্রন্থি
বাঁধিল আমার চিত্ত।
তোমার ভক্তি ঋষির মন্ত্রে
স্মরণে রহিল নিত্য।
তব শ্রদ্ধার অমল পাত্র
ভরিয়া রহিবে দিবসরাত্র
উপনিষদের পুণ্যপদের
অমৃত বাণীর বিত্ত॥
৬৬
শ্রীমতী মায়া ও শ্রীমান পুলকের
শুভবিবাহ উপলক্ষে আশীর্বাদ
নব সংসার সৃষ্টির ভার
নতশিরে নিয়ো দুজনে,