Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
সংস্কৃতশিক্ষা - ১
সংস্কৃতশিক্ষা
দ্বিতীয় ভাগ।
সন্ধিসংকেত *
১ ২
ক + অ = কা ক + ই = কে
ক + আ = কা ক + ঈ = কে
কা + অ = কা কা + ই = কে
কা + আ = কা কা + ঈ = কে
৩ ৪
ক + এ = কৈ
ক + ঐ = কৈ কি + আ = ক্যা
কা + এ = কৈ কী + আ = ক্যা
কা + ঐ = কৈ
৫ ৬
কৃ + আ = ক্রা কে + উ = কউ
কে + এ = কএ
৭ ৮
কৌ + অ = কাব কৌ + উ = কাবু
কৌ + এ = কাবে
৯। অকারের পূর্ব্বে বিসর্গযুক্ত অকার বিসর্গ ত্যাগ করিয়া ওকার হয় এবং পরবর্ত্তী অ লোপ হয়। সেই লুপ্ত অকারের নিম্নলিখিত চিহ্নটি থাকে মাত্র; ইহার কোনো উচ্চারণ নাই। হ।
কঃ + অ = কোহ
কঃ + অত্র = কোহত্র (উচ্চারণ, কোত্র)
*এই গ্রন্থে যে-সকল সন্ধি ব্যবহৃত হইয়াছে তাহারই সংকেত লিখিত হইল। এগুলি মুখস্থ করিবার জন্য নহে। পরবর্ত্তী পাঠসমূহে যেখানে কোনও সন্ধি আসিবে অথবা পাঠচর্চ্চায় যেখানে কোনও সন্ধির আবশ্যক হইবে এই-সকল এক দুই তিন চিহ্নিত সংকেতের সহিত ছাত্রগণ মিলাইয়া লইবে।