Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
প্রথম ভাগ-২
প্রথম ভাগ
৩
বিশেষ্য বিশেষণ কাহাকে বলে পুনরাবৃত্তি করাইয়া নিম্নলিখিত প্রকারে কতকগুলি শব্দ ও তাহার অর্থ বোর্ডে লিখিবেন,ছাত্রকে কোন্গুলি বিশেষ্য ও কোন্গুলি বিশেষণ বাছিতে বলিবেন।
| The ink | কালি |
| the sun | সূর্য |
| the bed | বিছানা |
| hot | গরম |
| new | নূতন |
| wet | ভিজা |
| the mat | মাদুর |
| low | নিচু |
| dry | শুক্নো |
| the ass | গাধা |
| old | বৃদ্ধ,পুরানো |
পরে অর্থ-সহিত নিম্নলিখিত আরো কতকগুলি বিশেষণ বোর্ডে লিখিয়া এ পর্যন্ত যতগুলি বিশেষ্য শব্দ পাইয়াছে তাহাদের সহিত বিশেষণগুলি যোজনা করিতে বলিবেন। যোজনাকালে অর্থসংগতির প্রতি দৃষ্টি রাখিতে হইবে।
| Rich | kind | ugly | soft | warm |
| cold | tame | wild | hard | good |
| flat | thin | long | lame |
ইংরাজি করো–
| খারাপ লাল কালি। | ভিজা ঠান্ডা মাদুর। |
| বৃদ্ধ মোটা গাধা। | বড়ো পাগলা কুকুর। |
| শুক্নো গরম বিছানা। | পুরানো খারাপ কলম। |
| লাল মোটা গাভী। | ধনী দয়ালু মানুষ। |
| ভালো নরম বিছানা। | কুশ্রী বুনো বিড়াল। |
| বড়ো পোষা কুকুর। |