Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
প্রথম ভাগ-২৪
প্রথম ভাগ
Where have the boys a desk?
Have the boys of the school a desk?
Have the boys of the school a lamb?
What have the boys of the school?
২১
বাংলা করো –
I am angry. We are well.
You are ill. You are clever.
He is happy. They are slow.
Ram is sad. The stags are quick.
It is bad. The books are good.
ইংরাজি করো–
| তিনি পাগল। | আমি খোঁড়া। | তিনি মোটা। |
| তাঁরা পাতলা। | আমরা শক্ত। | তোমরা সাহসী। ইত্যাদি। |
প্রশ্নোত্তরের নমুনা
| Q. What am I? | A. You are angry. |
| Q. Am I angry? | A. Yes,you are angry. |
| Q. Am I happy? | A. No, you are angry. |
ইংরাজি করো–
আমি দুর্গে আছি।
তাঁরা প্রাচীরে আছেন।
তিনি পুকুরে আছেন।
তুমি গাছের উপরে আছ।
আমি ঘরে আছি।
তোমরা বিছানায় আছ। ইত্যাদি।