
The poor woman standing at her window and looking into the garden saw the king pass by.
১। অনুবাদ কর ও বিশেষণগুলি দেখাও।
২। নিম্নলিখিত বাক্যগুলির কর্ত্তৃপদে বিশেষণ যোগ কর–
The king sent his wife to exile. The boy won the prize. The servant took the ring. The begger stole the bag. The soldier fell in the battle. The prince conquered the country.
৩। অনুবাদ কর– ডেনেদের বিজ্ঞ রাজা Canute ইংলন্ডের রাজা হইয়াছিলেন। মৎস্য বেঙ এবং সরীসৃপগণের রক্ত ঠান্ডা বলিয়া তাদের চামড়া অনাবৃত (naked)। থারমোমিটারের পক্ষে সর্ব্বোৎকৃষ্ট তরল পদার্থ হচ্ছে পারা। শরীরের সমস্ত রক্ত সরু সরু শিরার মধ্য দিয়া প্রবাহিত হয়। সমস্ত পদার্থই জলে ডুবাইলে ওজনে বাড়িয়া যায়।
৪। Conversation – যে-কোন একটি বাক্য (sentence) লইয়া পূর্ব্বের ন্যায় কথাবার্তা কহিতে হইবে।
[ পূর্ব্ব পাঠে যে প্রকার কর্ত্তার বিশেষণ দেখান হইল, তাঞ্চ ছাড়া একটি পুরা বাক্যও কর্ত্তৃপদের বিশেষণ হইতে পারে। যথা–
Akbar who was a good king ruled his kingdom wisely.
The letter which you have written is long. The books which you have given to my brother are good. The essay that you want is short.
এই সকল স্থলে who was a good king, which you have written, which you have given to my brother, that you want – এই বাক্যগুলি কর্ত্তৃপদের বিশেষণ, adjunct।
এখানে who, which, that প্রভৃতি কর্ত্তার বচনের অনুরূপ।]
The boy whose name is Ram broke the window. The house that was built by the mason is very nice.
Nero who was the Emperor of the Roman Empire was fiddling when Rome was burning.
The boy who was set to watch a flock of sheep cried out, “The wolf! the wolf!”
The men who heard him came to his help. The wolf that nearly killed half of his flock fled away.
Columbus who was a native of Genoa discovered America.
The boy who was with the cart patted the horse. The poor blind man whom you saw yesterday is coming this way.
১। অর্থ কর এবং বিশেষণ নির্দ্দেশ কর।