Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নামের খেলা,৩
নামের খেলা

ও বললে, “খিদে নেই।”

সন্ধের সময় স্ত্রী এসে বললে, “তোমার সেই নতুন লেখাটা শোনাবে না? ”

ও বললে, “মাথা ধরেছে।”

ভাগ্নে এসে বললে, “আমার নাম ফিরিয়ে দাও।”

মামা ঠাস্‌ করে তার গালে এক চড় কষিয়ে দিলে।