Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ব্যক্তিপ্রসঙ্গ-৫
ব্যক্তিপ্রসঙ্গ
তোমার তুলিকা কবির হৃদয়
নন্দিত করে নন্দ!
তাই তো কবির লেখনী তোমায়
পরায় আপন ছন্দ।
চিরসুন্দরে করো গো তোমার
রেখাবন্ধনে বন্দী!
শিবজটাসম হোক তব তুলি
চির রস-নিষ্যন্দী।
৫
নন্দলাল বসু
কল্যানীয় শ্রীযুক্ত নন্দলাল বসু,
রেখার রহস্য যেথা আগলিছে দ্বার
সে গোপন কক্ষে জানি জনম তোমার।
সেথা হতে রচিতছে রূপের যে নীড়,
মরুপথশ্রান্ত সেথা করিতেছে ভিড়।
৬
চার্লস অ্যান্ড্ রুজের প্রতি
প্রতীচীর তীর্থ হতে প্রানরসধার
হে বন্ধু, এনেছ তুমি, করি নমস্কার।
প্রাচী দিল কন্ঠে তব বরমাল্য তার,
হে বন্ধু, গ্রহন করো, করি নমস্কার।
খুলেছ তোমার প্রেমে আমাদের দ্বারা।
হে বন্ধু, প্রবেশ করো, করি নমস্কার।
তোমারে পেয়েছি মোরা দানরূপে যাঁর
হে বন্ধু, চরণে তাঁর করি নমস্কার।