Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
শৈশবসঙ্গীত - অপ্সরাপ্রেম -৬
শৈশবসঙ্গীত
পদতলে আসি করিতে লাগিল
ঊরমিরা কোলাহল।
অধীর পবনে ছড়ায়ে পড়িল
কেশপাশ চারি ধার—
সাগরের কানে ঢালিতে লাগিনু
সুধীরে গীতের ধার!
ঊরমিরা কোলাহল।
অধীর পবনে ছড়ায়ে পড়িল
কেশপাশ চারি ধার—
সাগরের কানে ঢালিতে লাগিনু
সুধীরে গীতের ধার!
গীত
কেন গো
সাগর এমন চপল
এমন অধীরপ্রাণ,
শুন গো আমার গান
তবে শুন গো আমার গান!
পূরণিমানিশি আসিবে যখন
আসিবে যখন ফিরে—
তার মেঘের ঘোমটা সরায়ে দিব গো
খুলিয়ে দিব গো ধীরে!
যত হাসি তার পড়িবে তোমার
বিশাল হৃদয়-’পরে,
কত আনন্দে ঊরমি জাগিবে তখন
নাচিবে পুলকভরে!
তবে থাম গো সাগর, থাম গো,
কেন হয়েছ অধীরপ্রাণ?
আমি লহরীশিশুরে করিব তোমার
তারার খেলেনা দান।
দিক্বালাদের বলিয়া দিব,
আঁকিবে তাহারা বসি
প্রতি ঊরমির মাথায় মাথায়
একটি একটি শশী।
তটিনীরে আমি দিব গো শিখায়ে
না হবে তাহার আন,
এমন অধীরপ্রাণ,
শুন গো আমার গান
তবে শুন গো আমার গান!
পূরণিমানিশি আসিবে যখন
আসিবে যখন ফিরে—
তার মেঘের ঘোমটা সরায়ে দিব গো
খুলিয়ে দিব গো ধীরে!
যত হাসি তার পড়িবে তোমার
বিশাল হৃদয়-’পরে,
কত আনন্দে ঊরমি জাগিবে তখন
নাচিবে পুলকভরে!
তবে থাম গো সাগর, থাম গো,
কেন হয়েছ অধীরপ্রাণ?
আমি লহরীশিশুরে করিব তোমার
তারার খেলেনা দান।
দিক্বালাদের বলিয়া দিব,
আঁকিবে তাহারা বসি
প্রতি ঊরমির মাথায় মাথায়
একটি একটি শশী।
তটিনীরে আমি দিব গো শিখায়ে
না হবে তাহার আন,