Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গান - পরিশিষ্ট ১ - ৬
পরিশিষ্ট ১
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,
পাছে কঠিন ধরণী পায়ে বাজে—
রেখো রেখো চরণ হৃদিমাঝে।
নাহয় দ’লে যাবে, প্রাণ ব্যথা পাবে—
আমি তো ভেসেছি,অকূলে ভেসেছিৼ
প্রমদা। ওকে বলো সখী, বলো, কেন মিছে করে ছল।
মিছে হাসি সখী, মিছে আঁখিজল।
জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা—
কে জানে কোথায় সুধা কোথা হলাহল।
সখীগণ। কাঁদিতে জানে না এরা,কাঁদাইতে জানে কল—
মুখের বচন শুনে মিছে কী হইবে ফল!
প্রেম নিয়ে শুধু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা—
ফিরে যাই এই বেলা চলো সখী,চলোৼ
[প্রস্থান]
পাছে কঠিন ধরণী পায়ে বাজে—
রেখো রেখো চরণ হৃদিমাঝে।
নাহয় দ’লে যাবে, প্রাণ ব্যথা পাবে—
আমি তো ভেসেছি,অকূলে ভেসেছিৼ
প্রমদা। ওকে বলো সখী, বলো, কেন মিছে করে ছল।
মিছে হাসি সখী, মিছে আঁখিজল।
জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা—
কে জানে কোথায় সুধা কোথা হলাহল।
সখীগণ। কাঁদিতে জানে না এরা,কাঁদাইতে জানে কল—
মুখের বচন শুনে মিছে কী হইবে ফল!
প্রেম নিয়ে শুধু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা—
ফিরে যাই এই বেলা চলো সখী,চলোৼ
[প্রস্থান]
চতুর্থ দৃশ্য
কানন
কানন
[অমর শান্তা ও সখী]
শান্তা। তারে দেখাতে পারি নে
কেন প্রাণ খুলে গো—
বুঝাতে পারি নে হৃদয়বেদনা।
কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরে ও না চায়—
এত সাধ এত প্রেম করে অপমান।
সখী। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না—শুধু সুখ চলে যায়।
শান্তা। এত ব্যথা-ভরা ভালোবাসা কেহ দেখে না,
প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হ’ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান—
বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে—
তবু তার সংশয় হত অবসানৼ
[প্রস্থান]
বুঝাতে পারি নে হৃদয়বেদনা।
কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরে ও না চায়—
এত সাধ এত প্রেম করে অপমান।
সখী। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না—শুধু সুখ চলে যায়।
শান্তা। এত ব্যথা-ভরা ভালোবাসা কেহ দেখে না,
প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হ’ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান—
বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে—
তবু তার সংশয় হত অবসানৼ
[প্রস্থান]