Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গান - পরিশিষ্ট ১ - ১০
পরিশিষ্ট ১
পঞ্চম দৃশ্য
কানন
কানন
প্রমদা সখীগণ অশোক ও কুমারের প্রবেশ
কুমার। সখী, সাধ করে যাহা দেবে
তাই লইব।
সখীগণ। আহা মরি মরি,সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মন।
কুমার। দাও যদি ফুল, শিরে তুলে রাখিব।
সখীগণ। দেয় যদি কাঁটা?
কুমার। তাও সহিব।
সখীগণ। আহা মরি মরি,সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মন।
কুমার। যদি একবার চাও সখী মধুর নয়ানে
ওই আঁখিসুধাপানে চিরজীবন মাতি রহিব।
সখীগণ। যদি কঠিন কটাক্ষ মিলে?
কুমার। তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
সখীগণ। আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মনৼ
প্রমদা। এ তো খেলা নয়,খেলা নয়—
এ-যে হৃদয়দহন জ্বালা সখী।
এ-যে প্রাণ-ভরা ব্যাকুলতা,গোপন মর্মের ব্যথা—
এ-যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে—
‘যাই যাই’ করে প্রাণ,যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি—
কোথায় নামায়ে রাখি,সখী,এ প্রেমের ডালা!
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালাৼ
প্রথমা সখী। সেজন কে,সখী, বোঝা গেছে
আমাদের সখী যারে মন প্রাণ সঁপেছে।
দ্বিতীয়া ও তৃতীয়া। ও সে কে,কে,কে।
প্রথমা। ওই-যে তরুতলে,বিনোদমালা গলে,
সখীগণ। আহা মরি মরি,সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মন।
কুমার। দাও যদি ফুল, শিরে তুলে রাখিব।
সখীগণ। দেয় যদি কাঁটা?
কুমার। তাও সহিব।
সখীগণ। আহা মরি মরি,সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মন।
কুমার। যদি একবার চাও সখী মধুর নয়ানে
ওই আঁখিসুধাপানে চিরজীবন মাতি রহিব।
সখীগণ। যদি কঠিন কটাক্ষ মিলে?
কুমার। তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
সখীগণ। আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণ মনৼ
প্রমদা। এ তো খেলা নয়,খেলা নয়—
এ-যে হৃদয়দহন জ্বালা সখী।
এ-যে প্রাণ-ভরা ব্যাকুলতা,গোপন মর্মের ব্যথা—
এ-যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে—
‘যাই যাই’ করে প্রাণ,যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি—
কোথায় নামায়ে রাখি,সখী,এ প্রেমের ডালা!
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালাৼ
প্রথমা সখী। সেজন কে,সখী, বোঝা গেছে
আমাদের সখী যারে মন প্রাণ সঁপেছে।
দ্বিতীয়া ও তৃতীয়া। ও সে কে,কে,কে।
প্রথমা। ওই-যে তরুতলে,বিনোদমালা গলে,