রাজা। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস, তাসের দেশের ভাষাও ভুলে গেছ?
রানী। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার, এ ভাষা ভোলবার সময় এসেছে।
রুইতন। হাঁ বিবিরানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুরবাড়ি।
রাজা। চুপ।
হরতনী। এরা হেঁয়ালীকে বলে শাস্তর।
রাজা। চুপ।
হরতনী। বোবাকে বলে সাধু।
রাজা। চুপ।
হরতনী। বোকাকে বলে পণ্ডিত।
রাজা। চুপ।
পঞ্জা। এরা মরাকে বলে বাঁচা।
রাজা। চুপ।
রানী। আর, স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়।
সকলে। জয় ইচ্ছের জয়।
রাজা। রানীবিবি, তোমার বনবাস!
রানী। বাঁচি তা হলে।
রাজা। নির্বাসন!— ও কী, চললে যে! কোথায় চললে।
রানী। নির্বাসনে।
রাজা। আমাকে ফেলে রেখে যাবে?
রানী। ফেলে রেখে যাব কেন।
রাজা। তবে?
রানী। সঙ্গে নিয়ে যাব তোমাকে।
রাজা। কোথায়।
রানী। নির্বাসনে।
রাজা। আর এরা, আমার প্রজারা?
সকলে। যাব নির্বাসনে।
রাজা। দহলাপণ্ডিত কী মনে করছ।
দহলা। নির্বাসনটা ভালোই মনে করছি।
রাজা। আর, তোমার পুঁথিগুলো?
দহলা। ভাসিয়ে দেব জলে।
রাজা। বাধ্যতামূলক আইন?
দহলা। আর চলবে না।