Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রুদ্রচণ্ড - একাদশ দৃশ্য, ২৭
রুদ্রচণ্ড
চাঁদ, চাঁদ, ভাই মোর, দেখা হল যদি,
একবার ডাকিলে না ‘অমিয়া’ বলিয়া!
একবার ডাকিলে না ‘অমিয়া’ বলিয়া!
[প্রস্থান
একাদশ দৃশ্য
নাগরিকগণ
প্রথম। সমাচার দাও সবে ঘরে ঘরে গিয়া—
শুনিতেছি পরাজয় হয়েছে মোদের।
দ্বিতীয়। অস্ত্রভার তুলিবারে সক্ষম যাহারা
আয় সবে ত্বরা ক’রে, সময় যে নাই!
নগরদুয়ারে গিয়া দাঁড়াই আমরা।
নগরদুয়ারে গিয়া দাঁড়াই আমরা।
সকলে। এখনি— এখনি চল যে আছ সেখানে!
তৃতীয়। চিতানল গৃহে গৃহে জ্বালাইতে বল,
তৃতীয়। চিতানল গৃহে গৃহে জ্বালাইতে বল,
নগরশ্মশানে আজ রমণীরা যত
প্রাণবিনিময়ে মান রাখিবে তাহারা!
প্রাণবিনিময়ে মান রাখিবে তাহারা!
চতুর্থ। মণ-উৎসব আজ হইবে নগরে।
চিতার মশাল জ্বালি শোণিতমদিরা
যমরাজ আজ রাত্রে করিবেন পান।
যমরাজ আজ রাত্রে করিবেন পান।
দূতের প্রবেশ
দূত। শোন, শোন, পৃথ্বীরাজ বন্দী হয়েছেন।
সকলে। বন্দী?
প্রথম। রাজ-রাজ মহারাজ বন্দী আজি?
দ্বিতীয়। লাগাও আগুন তবে নগরে নগরে!
তৃতীয়। ভেঙে ফেল অট্টলিকা!
চতুর্থ। ভস্ম কর গ্রাম,
সকলে। সমভূমি ক’রে ফেল হস্তিনানগরী।
প্রথম। রাজ-রাজ মহারাজ বন্দী আজি?
দ্বিতীয়। লাগাও আগুন তবে নগরে নগরে!
তৃতীয়। ভেঙে ফেল অট্টলিকা!
চতুর্থ। ভস্ম কর গ্রাম,
সকলে। সমভূমি ক’রে ফেল হস্তিনানগরী।