Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
মালিনী - চতুর্থ দৃশ্য, ৪০
মালিনী
ক্ষেমংকর। এসো তবে, এসো বুকে।
বহুদূরে গিয়েছিলে এসো কাছে তবে
যেথায় অনন্তকাল বিচ্ছেদ না হবে।
লহো তবে বন্ধুহস্তে করুণ বিচার—
এই লহো।
যেথায় অনন্তকাল বিচ্ছেদ না হবে।
লহো তবে বন্ধুহস্তে করুণ বিচার—
এই লহো।
শৃঙ্খল দ্বারা সুপ্রিয়ের মস্তকে আঘাত ও তাহার পতন
সুপ্রিয়। দেবী, তব জয় [ মৃত্যু
মৃতদেহের উপর পড়িয়া
ক্ষেমংকর। এইবার
ডাকো, ডাকো ঘাতকেরে।
সিংহাসন ছাড়িয়া
রাজা। কে আছিস ওরে!
আন্ খড়্গ।
মালিনী। মহারাজ, ক্ষমো ক্ষেমংকরে। [ মূর্ছিত