Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ভগ্নহৃদয় - দ্বাদশ সর্গ, ৭৮
ভগ্নহৃদয়
নীরদের প্রতি
এই যে নীরদ, এনেছ গাঁথিয়া
গোলাপ ফুলের হার!
ভুলে গেছ কেন বাছিয়া ফেলিতে
কাঁটাগুলি, সখা, তার?
তবে গো পরায়ে দাও—
নাহয় কাঁটায় ছিঁড়িবে হৃদয়,
নাহয় এ বুক হবে রক্তময়,
এনেছ গাঁথিয়া গোলাপ যখন
তবে গো পরায়ে দাও!
কতই না কাঁটা বিঁধিয়াছে হেথা
রাখিতে গোলাপ বুকের কাছে,
জ্বলুক্ হৃদয়— বহুক্ শোণিত—
তা বলে গোলাপ ফেলিতে আছে?
গোলাপ ফুলের হার!
ভুলে গেছ কেন বাছিয়া ফেলিতে
কাঁটাগুলি, সখা, তার?
তবে গো পরায়ে দাও—
নাহয় কাঁটায় ছিঁড়িবে হৃদয়,
নাহয় এ বুক হবে রক্তময়,
এনেছ গাঁথিয়া গোলাপ যখন
তবে গো পরায়ে দাও!
কতই না কাঁটা বিঁধিয়াছে হেথা
রাখিতে গোলাপ বুকের কাছে,
জ্বলুক্ হৃদয়— বহুক্ শোণিত—
তা বলে গোলাপ ফেলিতে আছে?
প্রমোদের প্রতি
চাই নে তোমার ফুল-উপহার,
যাও— হেথা হতে যাও!
দুটি ফুল দিয়ে, ফুলবিনিময়ে
হাসি কিনিবার চাও!
নলিনী, নলিনী, কেন রে হলি নি
পাষাণকঠিন-মন?
দুটো কথা শুনে, দুটো ফুল পেয়ে
ভাঙে কেন তোর পণ?
যাও— হেথা হতে যাও!
দুটি ফুল দিয়ে, ফুলবিনিময়ে
হাসি কিনিবার চাও!
নলিনী, নলিনী, কেন রে হলি নি
পাষাণকঠিন-মন?
দুটো কথা শুনে, দুটো ফুল পেয়ে
ভাঙে কেন তোর পণ?
পলকে পলকে ভাঙিস গড়িস—
ভেঙে যায় মৃদু শ্বাসে,
যার ’পরে তুই করিস লো মান
সেই মনে মনে হাসে!
দেখি আজ তুই কেমন পারিস
থাকিবারে অভিমানে?
কহিস নে কথা, হাসিস নে হাসি,
ভেঙে যায় মৃদু শ্বাসে,
যার ’পরে তুই করিস লো মান
সেই মনে মনে হাসে!
দেখি আজ তুই কেমন পারিস
থাকিবারে অভিমানে?
কহিস নে কথা, হাসিস নে হাসি,