Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বসন্ত-১৩
বসন্ত
মনে করি আমার তুমি,
বুঝি নও আমার।
বলো বলো বলো পথিক,
বলো তুমি কার।
বুঝি নও আমার।
বলো বলো বলো পথিক,
বলো তুমি কার।
ঋতুরাজ
আমি তারই যে আমারে
যেমনি দেখে চিনতে পারে
ও মাধবী, ও মালতী।
মাধবী মালতী ইত্যাদি
হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,
মোদের বলে দেবে কে সে।
বনপথ
আজ দখিনবাতাসে
নাম-না-জানা কোন্ বনফুল
ফুটল বনের ঘাসে।
নাম-না-জানা কোন্ বনফুল
ফুটল বনের ঘাসে।
ঋতুরাজ
ও মোর
পথের সাথী,পথে পথে
গোপনে যায় আসে।
বনপথ
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে,বকুল তোমার মালার মাঝে,
শিরীষ তোমার ভরবে সাজি—
ফুটেছে সেই আশে।