Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
নলিনী- প্রথম দৃশ্য,৭
নলিনী
নবীন। আমিও তবে বিদায় হই।
[ প্রস্থান
নীরদ। (ফুলিকে ধরিয়া ) আয় ফুলি,একবার আমার কোলে আয়! আমার বুকে আয়!
ফুলি। ও কি কাকা,তোমার চোখে জল কেন?
নীরদ। ও থাক্। জল একটু পড়ুক। (কিছুক্ষণ পরে ) অন্ধকার হয়ে এল, এখন তবে বাড়ি যা।
ফুলি। তুমি বাড়ি যাবে না কাকা?
নীরদ। না বাছা!
ফুলি। তুমি তবে কোথায় যাবে?
নীরদ। আমি আর এক জায়গায় চল্লেম। নলিনীর সঙ্গে তুই বাড়ি যা!
[ প্রস্থান
নলিনী। (আসিয়া) তোর কাকা তোকে কি বলোছিলেন ফুলি?
ফুলি। কিছুই না!
নলিনী। আমার কথা কি কিছু বলোছিলেন?
ফুলি। না।
নলিনী। আয় বাড়ি আয়।
ফুলি। কিন্তু কাকা কাঁদছিলেন কেন?
নলিনী। কি,তিনি কাঁদছিলেন?
ফুলি। হাঁ।
নলিনী। কেন কাঁদছিলেন ফুলি?
ফুলি। আমি তো জানি নে!
নলিনী। তোকে কিছুই বলেন নি?
ফুলি। না।
নলিনী। কিছুই বলেন নি?
ফুলি। না।
নলিনী। তবে সেই গানটা গা!
বেহাগড়া – কাওয়ালি
মনে রয়ে গেল মনের কথা –
শুধু চোখের জল, প্রাণের ব্যথা!
মনে করি দুটি কথা বলে যাই,
কেন মুখের পানে চেয়ে চলে যাই,
শুধু চোখের জল, প্রাণের ব্যথা!
মনে করি দুটি কথা বলে যাই,
কেন মুখের পানে চেয়ে চলে যাই,