Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বন্ধু,৬৯
পূজা
৬৯

 

তুমি বন্ধু, তুমি নাথ নিশিদিন তুমি আমার।

তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার॥

তুমিই তো আনন্দলোক, জুড়াও প্রাণ, নাশো শোক,

তাপহরণ তোমার চরণ অসীমশরণ দীনজনার॥