Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিরহ,১৪০
পূজা
১৪০

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে,
      কত রূপ ধরে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে॥
         সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
             পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে॥
   ঘরে ঘরে আজি কত বেদনায়   তোমারি গভীর বিরহ ঘনায়
       কত প্রেমে হায়, কত বাসনায়, কত সুখে দুখে কাজে হে।
           সকল জীবন উদাস করিয়া   কত গানে সুরে গলিয়া ঝরিয়া
             তোমার বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে॥

সুরান্তর ও ভিন্নছন্দ [1]

Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D3962.xml