Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - সাধনা ও সংকল্প,১৮০
পূজা

               ১৮০

                   জাগিতে হবে রে–
               মোহনিদ্রা কভু না রবে চিরদিন,
             ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে॥
               জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,
               ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,
               জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে॥