Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - আশ্বাস,২৪২
পূজা
২৪২
ওই ) আলো যে যায় রে দেখা–
হৃদয়ের পুব-গগনে সোনার রেখা॥
এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয়?
আকাশে হল কি ক্ষয় কালীর লেখা?।
কারে ওই যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা।
ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্ নয়ন তুলে–
নীরবে চরণমূলে মাথা ঠেকা॥
ওই ) আলো যে যায় রে দেখা–
হৃদয়ের পুব-গগনে সোনার রেখা॥
এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয়?
আকাশে হল কি ক্ষয় কালীর লেখা?।
কারে ওই যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা।
ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্ নয়ন তুলে–
নীরবে চরণমূলে মাথা ঠেকা॥