Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - জাগরণ,২৬৬
পূজা

              ২৬৬


     মন,   জাগ’ মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে
              জ্যোতিবিভাসিত চোখে॥
          হের’ গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবনসাগর–
          নির্মল প্রাতে  বিশ্বের সাথে  জাগ’ অভয় অশোকে॥