রণজিৎ। মন্ত্রী, বৈরাগীকে এইখানেই ধরে রেখে দাও।
মন্ত্রী। মহারাজ—
রণজিৎ। আদেশটা তোমার মনের মতো হচ্ছে না?
মন্ত্রী। শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপরে ভয় আরো চড়াতে গেলে সব যাবে ভেঙে।
প্রজারা। এ আমাদের সহ্য হবে না।
ধনঞ্জয়। যা বলছি, ফিরে যা।
১। ঠাকুর, যুবরাজকেও যে হারিয়েছি, শোন নি বুঝি?
২। তাহলে কাকে নিয়ে মনের জোর পাব?
ধনঞ্জয়। আমার জোরেই কি তোদের জোর? একথা যদি বলিস তাহলে যে আমাকে-সুদ্ধ দুর্বল করবি।
গণেশ। ওকথা বলে আজ ফাঁকি দিয়ো না। আমাদের সকলের জোর একা তোমারই মধ্যে।
ধনঞ্জয়। তবে আমার হার হয়েছে। আমাকে সরে দাঁড়াতে হল।
সকলে। কেন ঠাকুর?
ধনঞ্জয়। আমাকে পেয়ে আপনাকে হারাবি? এত বড়ো লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? বড়ো লজ্জা পেলুম।
১। সে কী কথা ঠাকুর? আচ্ছা, যা করতে বল তাই করব।
ধনঞ্জয়। আমাকে ছেড়ে দিয়ে চলে যা।
২। চলে গিয়ে কী করব? তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে? আমাদের ভালোবাস না?
ধনঞ্জয়। ভালোবেসে তোদের চেপে মারার চেয়ে ভালোবেসে তোদের ছেড়ে থাকাই ভালো। যা, আর কথা নয়, চলে যা।
ধনঞ্জয়। আচ্ছা, ঠাকুর চললুম, কিন্তু—
সকলে। কিন্তু কী রে। একেবারে নিষ্কিন্তু হয়ে যা, উপরে মাথা তুলে।
সকলে। আচ্ছা, তবে চলি।
ধনঞ্জয়। ওকে চলা বলে? জোরে।
গণেশ। চললুম, কিন্তু আমাদের বলবুদ্ধি রইল এখানে পড়ে।
রণজিৎ। কী বৈরাগী, চুপ করে রইলে যে।
ধনঞ্জয়। ভাবনা ধরিয়ে দিয়েছে, রাজা।
রণজিৎ। কিসের ভাবনা?
ধনঞ্জয়। তোমার চণ্ডপালের দণ্ড লাগিয়েও যা করতে পার নি আমি দেখছি তাই করে বসে আছি। এতদিন ঠাউরেছিলুম আমি ওদের বলবুদ্ধি বাড়াচ্ছি; আজ মুখের উপর বলে গেল আমিই ওদের বলবুদ্ধি হরণ করেছি।
রণজিৎ। এমনটা হয় কী করে?
ধনঞ্জয়। ওদের যতই মাতিয়ে তুলেছি ততই পাকিয়ে তোলা হয় নি আর-কি। দেনা যাদের অনেক বাকি, শুধু কেবল দৌড় লাগিয়ে দিয়ে তাদের দেনা শোধ হয় না তো। ওরা ভাবে আমি বিধাতার চেয়ে বড়ো, তাঁর কাছে ওরা যা ধারে আমি যেন তা নামঞ্জুর