Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - আনন্দ,৩২৯
পূজা
                     ৩২৯

              এত আনন্দধ্বনি উঠিল কোথায়,
              জগতপুরবাসী সবে কোথায় ধায়॥
              কোন্‌ অমৃতধনের পেয়েছে সন্ধান,
                 কোন্‌ সুধা করে পান!
              কোন্‌ আলোকে আঁধার দূরে যায়॥