Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - বিবিধ,৩৯২
পূজা
৩৯২
তুমি আমাদের পিতা,
তোমায় পিতা ব’লে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ–
যাহা ভলো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ॥
তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভলো।
তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো।
তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার–
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার॥
তুমি আমাদের পিতা,
তোমায় পিতা ব’লে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ–
যাহা ভলো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ॥
তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভলো।
তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো।
তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার–
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার॥