Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪১২
পূজা
                     ৪১২

     লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান–
     রাখো তব কৃপাচোখে, রাখো তব স্নেহকরতলে।
     রাখো তারে আলোকে, রাখো তারে অমৃতে,
     রাখো তারে নিয়ত কল্যাণে, রাখো তারে কৃপাচোখে,
            রাখো তারে স্নেহকরতলে॥