Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - বিবিধ,৪২৩
পূজা
৪২৩
এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে॥
সুন্দর মুখ তব হেরি নয়ন ভরি,
চাও হৃদয়মাঝে চাও হে॥
এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে॥
সুন্দর মুখ তব হেরি নয়ন ভরি,
চাও হৃদয়মাঝে চাও হে॥