Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - বিবিধ,৪২৬
পূজা
৪২৬
তিমিরবিভাবরী কাটে কেমনে
জীর্ণ ভবনে, শূন্য জীবনে–
হৃদয় শুকাইল প্রেম বিহনে॥
গহন আঁধার কবে পুলকে পূর্ণ হবে
ওহে আনন্দময়, তোমার বীণারবে–
পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে॥
তিমিরবিভাবরী কাটে কেমনে
জীর্ণ ভবনে, শূন্য জীবনে–
হৃদয় শুকাইল প্রেম বিহনে॥
গহন আঁধার কবে পুলকে পূর্ণ হবে
ওহে আনন্দময়, তোমার বীণারবে–
পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে॥