Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৩৪
পূজা
                     ৪৩৪

              ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
              একেলা হায় রে–তোমার আশা হারায়ে॥
              ভোর হল নিশা,   জাগে দশ দিশা–
              আছি দ্বারে দাঁড়ায়ে
              উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে॥