Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৩৬
পূজা
                     ৪৩৬

               এখনো আঁধার রয়েছে হে নাথ–
               এ প্রাণ দীন মলিন, চিত অধীর,
                      সব শূন্যময়॥
               চারি দিকে চাহি, পথ নাহি নাহি–
               শান্তি কোথা, কোথা আলয়?
               কোথা তাপহারী পিপাসার বারি–
                    হৃদয়ের চির-আশ্রয়॥