Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৪৬
পূজা
                     ৪৪৬

            কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু,–
           জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়েশ্বর॥
           সহসা ফুটিল ফুলমঞ্জরী শুকানো তরুতে,
                পাষাণে বহে সুধাধারা॥