Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৪৭
পূজা
                     ৪৪৭

           অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
           অমৃতভবন কোথা আছে তাহা কে জানে॥
           হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে, একি শোভা!
                 অমৃতময় দেবতা সতত
           বিরাজে এই মন্দিরে, এই সুধানিকেতনে॥