Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - বিবিধ,৪৫৯
পূজা
৪৫৯
কে রে ওই ডাকিছে,
স্নেহের রব উঠিছে জগতে জগতে–
তোরা আয় আয় আয় আয়॥
তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
প্রভাতে সে সুধাস্বর প্রচারে।
বিষাদ তবে কেন, অশ্রু বহে চোখে,
শোককাতর আকুল কেন আজি॥
কেন নিরানন্দ, চলো সবে যাই–
পূর্ণ হবে আশা॥
কে রে ওই ডাকিছে,
স্নেহের রব উঠিছে জগতে জগতে–
তোরা আয় আয় আয় আয়॥
তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
প্রভাতে সে সুধাস্বর প্রচারে।
বিষাদ তবে কেন, অশ্রু বহে চোখে,
শোককাতর আকুল কেন আজি॥
কেন নিরানন্দ, চলো সবে যাই–
পূর্ণ হবে আশা॥