Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৬১
পূজা
                    ৪৬১

                 একি করুণা করুণাময়!
         হৃদয়শতদল উঠিল ফুটি অমল কিরণে তব পদতলে॥
      অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে লোকান্তরে–
            আঁধারে আলোকে সুখে দুখে, হেরিনু হে
                স্নেহে প্রেমে জগতময় চিত্তময়॥