Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৪৭১
পূজা
                     ৪৭১

            শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা,
                অগাধ গভীর তোমার শান্তি,
                  অভয় অশোক তব প্রেমমুখ॥
              অসীম করুণা তব, নব নব তব মাধুরী,
                   অমৃত তোমার বাণী॥