Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা - বিবিধ,৫০৮
পূজা
                    ৫০৮

              আজি মম জীবনে নামিছে ধীরে
              ঘন রজনী নীরবে নিবিড়গম্ভীরে॥
              জাগো আজি জাগো, জাগো রে তাঁরে লয়ে
                    প্রেমঘন হৃদয়মন্দিরে॥