Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা ও প্রার্থনা, ৩৪
পূজা ও প্রার্থনা
৩৪
                 আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
                    আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
                    গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।
                    নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
                    থামাইল ধরা দিবসকোলাহল॥