Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা - বিবিধ,৫১৪
পূজা
৫১৪
কোথায় তুমি, আমি কোথায়,
জীবন কোন্ পথে চলিছে নাহি জানি॥
নিশিদিন হেনভাবে আর কতকাল যাবে–
দীননাথ, পদতলে লহো টানি॥
কোথায় তুমি, আমি কোথায়,
জীবন কোন্ পথে চলিছে নাহি জানি॥
নিশিদিন হেনভাবে আর কতকাল যাবে–
দীননাথ, পদতলে লহো টানি॥