Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূজা ও প্রার্থনা, ৮১
পূজা ও প্রার্থনা
৮১
হৃদয়-আবরণ
খুলে গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।
অন্তরে বাহিরে হেরিনু তোমারে
লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়॥
অন্তরে বাহিরে হেরিনু তোমারে
লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়॥