Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পূজা ও প্রার্থনা, ৮১
পূজা ও প্রার্থনা
৮১
       হৃদয়-আবরণ খুলে গেল  তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।
                             অন্তরে বাহিরে হেরিনু তোমারে
       লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
                    হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়॥