Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
নবীন- পরিশিষ্ট, ১৩
প্রথম অভিনয়কালে ‘ নবীন ' যে আকারে মুদ্রিত হইয়াছিল তাহা এই পরিশিষ্টে সংকলিত হইল। যে গানগুলি প্রচলিত ‘ নবীন ' গ্রন্থে বা অন্য গ্রন্থে স্থান পাইয়াছে তাহাদের প্রথম ছত্রই কেবল দেওয়া গেল। ‘ হদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে ' গানের পাঠান্তর ‘ হৃদয় আমার, ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে ' গানটি পুনর্মুদ্রিত হইল। ‘ বেদনা কী ভাষায় রে ' প্রচলিত গ্রন্থে বর্জিত হইলেও, প্রথম প্রকাশিত নবীনের অন্তর্ভুক্ত নবরচিত গান হিসাবে সম্পূর্ণ উদ্ধৃত হইল।