Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কালের যাত্রা- রথের রশি, ১১
কালের যাত্রা
পিছনে থাকে বেনে। যাকে বলে অর্ধ-বেনে-রাজেশ্বর মূর্তি।
সন্ন্যাসীর প্রবেশ
প্রথম সৈনিক
এই-যে সন্ন্যাসী, রথ চলে না কেন আমাদের হাতে।
সন্ন্যাসী
তোমরা দড়িটাকে করেছ জর্জর।
যেখানে যত তীর ছুঁড়েছ, বিঁধেছে ওর গায়ে।
ভিতরে ভিতরে ফাঁক হয়ে গেছে, আলগা হয়েছে বাঁধনের জোর।
তোমরা কেবল ওর ক্ষত বাড়িয়েই চলবে,
বলের মাতলামিতে দুর্বল করবে কালকে।
সরে যাও, সরে যাও ওর পথ থেকে।
[ প্রস্থান
ধনপতির অনুচরবর্গের প্রবেশ
প্রথম ধনিক
এটা কী গো, এখনি হুঁচট খেয়ে পড়েছিলুম।
দ্বিতীয় ধনিক
ওটাই তো রথের দড়ি।
চতুর্থ ধনিক
বীভৎস হয়ে উঠেছে, যেন বাসুকি মরে উঠল ফুলে।
প্রথম সৈনিক
কে এরা সব।
দ্বিতীয় সৈনিক
আঙ্টির হীরে থেকে আলোর উচ্চিংড়েগুলো
লাফিয়ে লাফিয়ে পড়ছে চোখে।
প্রথম নাগরিক
ধনপতি শেঠির দল এরা।
প্রথম ধনিক
আমাদের শেঠজিকে ডেকেছেন রাজা।
সবাই আশা করছে, তাঁর হাতেই চলবে রথ।
দ্বিতীয় সৈনিক
সবাই বলতে বোঝায় কাকে বাপু?