আর তারা আশাই বা করে কিসের।
দ্বিতীয় ধনিক
তারা জানে, আজকাল চলছে যা-কিছু
সব ধনপতির হাতেই চলছে।
প্রথম সৈনিক
সত্যি নাকি! এখনি দেখিয়ে দিতে পারি, তলোয়ার চলে আমাদেরই হাতে।
তৃতীয় ধনিক
তোমাদের হাতখানাকে চালাচ্ছে কে।
প্রথম সৈনিক
চুপ, দুর্বিনীত!
দ্বিতীয় ধনিক
চুপ করব আমরা বটে।
আজ আমাদেরই আওয়াজ ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে জলে সথলে আকাশে।
প্রথম সৈনিক
মনে ভাবছ, আমাদের শতঘ্নী ভুলেছে তার বজ্রনাদ।
দ্বিতীয় ধনিক
ভুললে চলবে কেন। তাকে যে আমাদেরই হুকুম
ঘোষণা করতে হয় এক হাট থেকে আর-এক হাটে সমুদ্রের ঘাটে ঘাটে।
প্রথম নাগরিক
ওদের সঙ্গে পারবে না তর্কে।
প্রথম সৈনিক
কী বলো, পারব না!
সবচেয়ে বড়ো তর্কটা ঝন্ঝন্ করছে খাপের মধ্যে।
প্রথম নাগরিক
তোমাদের তলোয়ারগুলোর কোনোটা খায় ওদের নিমক,
কোনোটা খেয়ে বসেছে ওদের ঘুষ।
প্রথম ধনিক
শুনলেম, নর্মদাতীরের বাবাজিকে আনা হয়েছিল
দড়িতে হাত লাগাবার জন্যে। জান খবর?
দ্বিতীয় ধনিক
জানি বৈকি।
রাজার চর পৌঁছল গুহায়,