Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রকৃতি, ৭৮
প্রকৃতি
৭৮
ঝরো ঝরো ঝরো ভাদরবাদর,    বিরহকাতর শর্বরী।
ফিরিছে এ কোন্‌ অসীম রোদন    কানন কানন মর্মরি॥
আমার প্রাণের রাগিণী আজি এ    গগনে গগনে উঠিছে বাজিয়ে।
মোর  হৃদয় একি রে ব্যাপিল তিমিরে    সমীরে সমীরে সঞ্চরি॥