![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
প্রকৃতি, ৮৩
প্রকৃতি
৮৩
অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে।
আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা॥
চলিছে ছুটিয়া অশান্ত বায়,
ত্রন্দন কার তার গানে ধ্বনিছে–
করে কে সে বিরহী বিফল সাধনা॥
আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা॥
চলিছে ছুটিয়া অশান্ত বায়,
ত্রন্দন কার তার গানে ধ্বনিছে–
করে কে সে বিরহী বিফল সাধনা॥