Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
প্রেম ৮৮
প্রেম
৮৮
আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয়
আমার, ওগো প্রিয় –
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ ক'রে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো –
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ ক'রে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো –
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥