Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ১১৫
প্রেম
১১৫
           বাজিবে, সখী, বাঁশি বাজিবে –
              হৃদয়রাজ হৃদে রাজিবে॥
           বচন রাশি রাশি   কোথা যে যাবে ভাসি,
              অধরে লাজহাসি সাজিবে॥
           নয়নে আঁখিজল   করিবে ছলছল,
              সুখবেদনা মনে বাজিবে।
           মরমে মুরছিয়া   মিলাতে চাবে হিয়া
              সেই চরণযুগরাজীবে॥