Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ১১৯
প্রেম
১১৯
                  ও যে মানে না মানা।
              আঁখি ফিরাইলে বলে, ‘না, না, না।’
          যত বলি ‘নাই রাতি –মলিন হয়েছে বাতি’
              মুখপানে চেয়ে বলে, ‘না, না, না।’
              বিধুর বিকল হয়ে খেপা পবনে
              ফাগুন করিছে হা-হা ফুলের বনে।
          আমি যত বলি ‘তবে   এবার যে যেতে হবে’
              দুয়ারে দাঁড়ায়ে বলে, ‘না, না, না।’