Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ১৩৬
প্রেম
১৩৬
                 দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার,
             স্নান করাব অতল জলে বিপুল বেদনার॥
         মোর সংসার দিব যে জ্বালি,  শোধন হবে এ মোহের কালি,
             মরণব্যথা দিব তোমার চরণে উপহার॥