Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ২৩৯
প্রেম
২৩৯
         ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
         মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
         বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে
         গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥
         যে পথে যেতে হবে   সে পথে তুমি একা–
         নয়নে আঁধার রবে,   ধেয়ানে আলোকরেখা।
         সারা দিন সংগোপনে   সুধারস ঢালবে মনে
         পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥